আড়িয়া ইউনিয়নের অবস্থান ও পরিচিতি |
আড়িয়া ইউনিয়নের পূর্বে মিরপুর উপজেলা আমলা ইউনিয়ন পশ্চিমে বোয়ালিয়া ইউনিয়ন দক্ষিণে খলিসাকুন্ডি ইউনিয়ন উত্তরে রিফায়েতপুর ইউনিয়ন অবস্থিত। অত্র ইউনিয়নের আয়তন ২৭ বর্গ কিলোমিটার। এই ইউনিয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাস করে। যেমনঃ কৃষক,তাঁতী, কামার, কুমোর ইত্যাদি। ইউনিয়নের শিক্ষার হার ৭৫%। এখানে মৌজার সংখ্যা ১০টি এবং গ্রামের সংখ্যা ১৭টি। বর্তমানে ভোটার সংখ্যা ১৮,৫০০ হাজার প্রায় এবং মোট জন সংখ্যা ২৮,৬৮৫ জন। মাধ্যমিক স্কুলের সংখ্যা ৬টি, কলেজ ১টি, কৃষি কলেজ ১টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৭টি, দাখিল মাদ্রাসা ১টিএতিমখানা ১ । মসজিদ ২৫টি, গোরস্থান ১৬টি , মন্দির ২টি। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস