ইউনিয়নে উৎসব মুখর ও শান্তি পুরন ভাবে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২১-০৯-২০১৪ ইং তারিখে সকাল ৮ হতে বিকাল ৪ টা পর্যন্ত একাধারে ভোট গ্রহণ চলে। এসময় পুরো ইউনিয়নকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় ।ভোটারা তাদের ভোট স্বতঃর্ফূর্ত ভাবে দিতে পেরে আনন্দীত তাদের সাথে কথা বলে দেখাগেছে তার নিরবিঘ্নে ভোট দিতে পেরে আনন্দীত। এই পোষ্ট করা পযন্ত তালা চাবি মাকা প্রতীকে সাইদ আনছারী বিপ্লব এগিয়ে ছিল। তারপরেই ছিল আনারস প্রতীকে জনাব তারিক আল মামুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস