সভার কার্যবিবরণী তারিখ - ২০/১০/২০১৪
উপস্থিত সভ্যগণের নাম
ক্র | নাম | পদবী | স্বাক্ষর | ক্র | নাম | পদবী | স্বাক্ষর |
১. | মোঃ আমজাদ হোসেন | চেয়ারম্যান | স্বাক্ষরিত | ১০. | মোছাঃ শেফালী খাতুন | ইউপি সদস্যা | স্বাক্ষরিত |
২. | মহির উদ্দীন | ইউপি সদস্য | স্বাক্ষরিত | ১১. | মোছাঃ ফাতেমা খাতুন | ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৩. | মোছাঃ খদেজা খাতুন | ইউপি সদস্যা | স্বাক্ষরিত | ১২. | মোঃ আশরাফুল ইসলাম | ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৪. | মোঃ মনিরুল ইসলাম | এনজিও | স্বাক্ষরিত | ১৩. | মোঃ হোসেন আলী | ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৫. | মোঃ মহাসিন | মুক্তিযোদ্ধা | স্বাক্ষরিত | ১৪. | মোঃ হামিদুল হক | ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৬. | মোছাঃ মমতাজ খাতুন | ভিজিডি | স্বাক্ষরিত | ১৫. | মোঃ রহমান আলী | ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৭. | মোছাঃ জবেদা খাতুন | ভিজিডি | স্বাক্ষরিত | ১৬. | মোঃ আব্দুল সাত্তার | ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৮. | মোঃ উম্মে মাহাবুবা | প্রধান শিক্ষিকা | স্বাক্ষরিত | ১৭. | মোঃ খাজা ম ইনদ্দীন | ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৯. | মোছাঃ শেফালী খাতুন | ইউপি সদস্যা | স্বাক্ষরিত | ১৮. | মোঃ রিপন আলী | ইউপি সদস্য | স্বাক্ষরিত |
অদ্যকার সভায় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আমজাদ হোসেন এর সভাপত্বিতে সভার কার্য আরাম্ভ করা হইল।
অদ্যকার সভায় পূর্বের সভার পঠিত ও অনুমোদন করা হইল।
অদ্যকার সভায় উপস্থিত সভ্যগনের মধ্যে বিশেষভাবে আলোচনান্তে সিদ্ধান্ত হইল যে, আড়িয়া ইউপি’র অধীন ২০১৫-২০১৬৬ সন চক্রে ভিজিডি’র ৫০ জন দরিদ্র মহিলার মধ্যে ভিজিডি কমিটি বিধি মোতাবেক তালিকা প্রস্তুত করা হ ইল এবং অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া সাহেবকে অনুরোধ করা হইল। ইহা সর্বসম্মতি ক্রমে গৃহীত ও মঞ্জুরী করা হইল।
অদ্যকার সভায় আরকোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সভ্যগণকে ধন্যবাদ দিয়া সভার কার্য শেষ হইল।